নিমেষেই কেটে যাবে সমস্ত অর্থনৈতিক সংকট, মেনে চলুন শুকনো লঙ্কার সহজ কিছু টোটকা

নিজস্ব প্রতিবেদন: বিগত প্রায় বছর দুয়েক সময় ধরেই দেশের বাজারে তীব্র অর্থনৈতিক সংকট লক্ষ্য করা গিয়েছে। করোনা আবহের পর থেকেই পরিস্থিতি অনেকটা দুর্বল। এই সময়ে যেহেতু বহু মানুষ বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রগুলোতে তা ছাড়িয়েছেন তাই সকলেরই পকেটের টান দেখা গিয়েছে।যাই বলুন না কেন, একদিকে অর্থই সবকিছু, আরেকদিকে সুখ সবকিছু। কথায় আছে, অর্থ না থাকলে সংসারে সুখ ফেরে না আবার অন্যদিকে সুখ টাকা দিয়ে কেনা যায় না। সুতরাং অর্থের পাশাপাশি সুখও দরকার প্রত্যেকটি মানুষের জীবনে। তাই পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের আজকের এই বিস্তারিত প্রতিবেদন। যেখানে সহজ কিছু ঘরোয়া টোটকা সম্পর্কে আলোচনা করব। এই টোটকা গুলো কি ধরনের এবং কি কাজে লাগবে তা আপনারা প্রতিবেদনের পরবর্তী অংশে গেলেই বুঝতে পারবেন।।

কমবেশি আমাদের সকলের বাড়িতেই কিন্তু রান্নাঘরে শুকনো লঙ্কা রয়েছে। এই শুকনো লঙ্কায় যেমন রান্নার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে ঠিক তেমনভাবেই সংসারের সুখ শান্তি বৃদ্ধি করতেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়।। এই বিশেষ টোটকাটি করার জন্য আপনাদের মাত্র সাতটা শুকনো লঙ্কার প্রয়োজন হবে। মোটামুটি সকল হিন্দু বাড়িতেই মা লক্ষ্মীর ঘট আছে। তাই প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পড়ার সময় একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা মুড়ে আপনি যদি মা লক্ষ্মীর সামনে রাখেন তাহলে আপনার সংসারে সৌভাগ্য ফিরতে বাধ্য। কয়েকদিনের মধ্যেই জীবনে আসবে ব্যাপক পরিবর্তন এবং নানান ধরনের দারুন খবর। এছাড়াও আপনারা আমাদের দ্বিতীয় টোটকা টা কেও কাজে লাগাতে পারেন।

প্রতিদিন রাতে যে বালিশের উপরে মাথা রেখে আপনি শুয়ে থাকেন,সেই বালিশের তলায় না আলমারির টাকা রাখার জায়গায় যদি সাতটি করে শুকনো লঙ্কা রেখে দেন, তাহলেও আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং শারীরিক উন্নতি ঘটবে। এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটাই শাস্ত্রসম্মত। লক্ষ্য করে দেখবেন তাই লঙ্কা পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের রীতি প্রচলিত রয়েছে খারাপ নজর অথবা বাচ্চাদের উপরে থাকা কু নজর দূর করার জন্য। যত্ন সহকারে প্রত্যেকটা টোটকা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য।

Leave a Comment