নিজস্ব প্রতিবেদন :-কথাতে আছে “সোনায় সোহাগা” অর্থাৎ খুব ভালোমতো আমরা এটা বুঝতে পারি যে কোন কিছুর দামি মূল্য বোঝাতে আমার সোনার সাথে সেটাকে তুলনা করে থাকি। যেহেতু বাজারে বাকি সবকিছু থেকে সোনার দাম অনেকটাই বেশি তাই কোন জিনিসের মূল্য বেশি বোঝাতে আমরা সোনার সাথে তার তুলনা করে থাকি। কিন্তু কেমন হবে যদি এই দাম ধীরে ধীরে কমতে থাকে ? তখন কি আর দামি জিনিস এর সাথে তুলনা করা যাবে সোনা কে ? নাকি দামি জিনিস এর তালিকায় রাখা যাবে না সোনা কে?।
সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজো । এই সময় সোনা প্রেমীদের মধ্যে এক আলাদা উচ্ছ্বাস দেখা যায়। দোকানে উপচে পড়ে ভিড় । কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। তাই তেমন আর উচ্ছ্বাস নজরে পড়েনি এবার । খুব সম্ভবত গোটা বিশ্বের ভয়াবহ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম এমনটাই মনে করছে বাজার বিশেষজ্ঞরা। কিন্তু এবার সেই দামের ঘটলো পতন । স্বস্তির নিঃশ্বাস সোনা প্রেমীদের কাছে।
পড়লো সোনার । দাম গত ৭ ই আগস্ট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকা । কিন্তু এখন তা দাঁড়িয়েছে ৫১ হাজার টাকায়। অর্থাৎ ৫০০০ টাকার পতন এক ধাক্কায় । বিশেষজ্ঞদের মতামত ডলারের দাম বৃদ্ধির ফলে বিদেশি বাজারে সোনার দাম ২ শতাংশ কমে ১৮৬২ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছে৷ যার নির্যাস, ভারতে প্রতি ১০ গ্রাম সোনায় ৫ হাজার টাকা সস্তা হয়েছে৷ সেই দাম কমে আগামী দিনে ৫০ হাজারের নিচে চলে যেতে পারে এমনটাই মতামত অনেকের । এই খবর সামনে আশাতে রীতিমতো খুশির বাঁধ ভেঙেছে সোনা প্রেমীদের ।
সোমবার দিল্লিতে যে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২০০০ টাকা ছিল , মঙ্গলবার সেই দাম হয় ৫১৩২৮ টাকা । আজও সোনা ও চাঁদির দামে পতন অব্যাহত৷ এমসিএক্স গোল্ড ফিচারে বুধবার সোনার দাম ১.২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৭৬৪ টাকা।সোনার পাশাপাশি কমেছে রূপর ও দাম । রূপর দাম প্রতি কেজিতে ৫৭৮১ টাকা কমে গিয়ে প্রতি ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৬১,৬০৬ টাকা । আরো দাম কমতে পারে আগামী দিনে , তার অপেক্ষায় অনেক সোনা প্রেমী ।