নিজস্ব প্রতিবেদন :-চলতি মাসে একের পর এক পতন ঘটেছে সোনার বাজারে। রীতিমতো মুখ থুবড়ে পড়েছে সোনার সাথে ওর রুপোর বাজার ও । সোনা এমন একটি মূল্যবান ধাতব পদার্থ যা প্রত্যেকেরই কেনার বা পড়ার শখ থাকে। কোন দামি জিনিসের মূল্য বোঝাতে আমরা তাকে সোনার সাথে তুলনা করে থাকি । অধিক পরিমাণ সোনা কেউ কেউ বাড়িতে নিরাপত্তার জন্য রাখতে ভয় পায়। তাই ব্যবহার করে ব্যাংকের লকার।
বছরের শেষে তাকে গুনতে হয় মোটা অংকের টাকাও। বিভিন্ন ব্যাংক তার প্রকল্পের মাধ্যমে গোল্ড লোন দিয়ে থাকে। সামনে পুজো ইতিমধ্যে উচ্ছাস ধরা পড়েছে সোনা প্রেমীদের মধ্যে। দোকানে দোকানে আগের তুলনায় বেড়েছে ভিড় । কিন্তু এর পেছনে অবশ্য আলাদা একটি কারণ আছে সেটি হল সোনার দাম এর পতন।
সাপ্তাহিক হিসেব অনুযায়ী, সোনার দাম প্রায় ২০০০ টাকা প্রতি ১০ গ্রামে কমেছে ৷ অন্য দিকে রুপো অবশ্য প্রতি কিলোগ্রামে প্রায় ৯০০০ টাকার বেশি সস্তা হয়েছে ৷ ব্রোকারেজ হাউসের তরফে জানানো হয়েছে, সোনার দাম ৪৯২৫০ টাকার নিচে চলে যাওয়া মানে এবার সোনা ৪৮,৯০০ থেকে ৪৮,৮০০ টাকার মধ্যে ট্রেড করবে ৷
বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে মার্চ মাসের পর এটাই সবথেকে বড় পতন। সোনা এবং রুপা গত দুই সপ্তাহে প্রায় সোনার ৪.৬ শতাংশ এবং উপর ১৫ % দাম এর পতন ঘটেছে। এর কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা বলেছেন ডলারের মূল্য কমে যাওয়া এবং মার্কিন আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণে এরূপ হচ্ছে। এবং প্রতি আউন্স এ সোনার দাম ১৯০০ ডলারের নিচে হওয়াতে দাম কমে গেছে সোনার । এমনটাই মত বিশেষজ্ঞদের।
তবে এ খবর বাজার বিশেষজ্ঞ বা ব্যবসায়ীদের ক্ষেত্রে দুঃসংবাদ হলেও সোনা প্রেমীদের কাছে উচ্ছ্বাসের ,আনন্দের খবর । রীতিমতো খবর সামনে আশাতে ব্যাপক উত্তেজনা ধরা পড়েছে সোনা প্রাণীদের মধ্যে ।