প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গতকাল, মাদক চক্রে জড়িত থাকার জন্য রিয়া চক্রবর্তীকে NCB তাদের হেফাজতে নিয়েছে। তার করোনা টেস্টও করা হয়।
সূত্রের দাবি ১৪ দিনের জন্য রিয়াকে NCB হেফাজতে পাঠিয়েছে শীর্ষ আদালত।সুশান্তের বান্ধবী রিয়া গ্রেফতারের পর একটি ভিডিও সামনে এনেছে সর্বভারতীয় চ্যানেল ZEE NEWS। ভিডিওতে রিয়া ও সুশান্তএর কিছু নিজস্ব মুহূর্ত উঠে এসেছে। দুজনেই খোশ মেজাজে, স্পষ্টতই দেখলে বোঝা যায় সুশান্ত সেখানে নেশাগ্রস্ত।
ভিডিওতে রিয়া জিজ্ঞাসা করছেন তোমার কানের রঙ কি ? সাথে সাথে সুশান্তর উত্তর পিঙ্ক। রিয়া জিজ্ঞাসা করলেন সুশান্তের শরীরের রঙ কি? উত্তরে সুশান্ত আবারও বলেন পিঙ্ক।রিয়ার পরবর্তী প্রশ্ন কি করছ ? সুশান্ত বইটির নাম বলে উঠলেন loaded। লুডো খেলা নিয়ে রিয়া জিজ্ঞাসা করলে সুশান্ত বলেন “আমি হেরে গিয়েছি আমি জিরো।”ভিডিও টি দেখে সুশান্ত নেশা করেছিলেন বোঝা যায় কারণ তার কথা বলার ধরণ ছিল অসংলগ্ন।