




নিজস্ব প্রতিবেদন :-দেশে এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা। অর্থাৎ কোথাও যেন “গোদের ওপর বিষফোঁড়া” জাতীয় কথার উদাহরণ । দিন দিন বেড়ে চলা বেকারত্ব রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে মানুষদের । কিভাবে চলবে সংসার কিভাবে কাটাবে বাকি জীবন ভেবে কূলকিনারা পাচ্ছিনা অনেকে । এমতাবস্থায় নতুন চাকরির বিজ্ঞপ্তি ভাবাটা একটা স্বপ্নের ব্যাপার । কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করল রাজ্য সরকার।





ডিসট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব বর্ধমান মেডিক্যাল টেকনোলোজি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মোট পদের সংখ্যা ৫ টি । অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে কর্মী এমনটাই জানিয়েছে ওই নির্দেশিকা। এর পাশাপাশি আবেদন করার শেষ তারিখ ৩১ শে অক্টোবর অবধি ।
বিজ্ঞপ্তি তে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে অর্থাৎ আবেদনকারীকে শর্তগুলি মানতে হবে যেমন প্রথমত উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং তা বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করতে হবে । দ্বিতীয়ত ডিপ্লোমা করতে হবে দু বছরের এবং তৃতীয়তঃ অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা দরকার। এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এমনটাই জানিয়েছে ওই বিজ্ঞপ্তি।





মাসিক কুড়ি হাজার টাকা বেতনের এই চাকরিটির জন্য মোট শূন্যপদ সংখ্যা পাঁচটি। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে এবং আবেদনকারীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন । আপাতত আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং সংরক্ষিত দের জন্য ৫০ টাকা মূল্য ধার্য করা হয়েছে।
প্রার্থীদের সমস্ত আবেদন পরীক্ষা করে ইন্টার ভিউ নেওয়া হবে। তারপরে বাছাই করা হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে । প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে। এই দুঃসময়ে সরকারকর্তৃক এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি রীতিমতো অনেকটা স্বস্তিতে ফেলেছে বেকার মানুষদের ।




