




নিজস্ব প্রতিবেদন:-এই মুহূর্তে দেশে পরপর তিনটি খবর শিরোনামে শীর্ষে রয়েছে যা রীতিমতো উত্তাল অবস্থায় রেখেছে দেশকে । প্রথম কৃষি বিল দ্বিতীয় উত্তরপ্রদেশের গণ-ধ-র্ষ-ণ কাণ্ড এবং তৃতীয় সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু । যদিও সুশান্ত সিং রাজপুত এর মৃ -ত্যু-র ঘটনা বহুদিন ধরে চলে আসছে ।





এই ঘটনা তদ-ন্তে-র দায়িত্ব পেয়েছে সিবিআই । কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে বলিউডের পাশাপাশি উত্তপ্ত গোটা দেশ। একের পর এক তাবড় তাবড় তারকাদের নাম উঠে আসছে সামনে । কোথাও যেন মনে হচ্ছে গোটা বলিউড বাধা সুতোয় ।
প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে এবং মা-দ-ক যোগের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার জন্য ইতিমধ্যে দেশে নারকোটিস বিভাগের আধিকারিকরা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিকের গ্রে-প্তা-র করেছে । দফায় দফায় চলেছে জের । যার ফলে উঠে এসেছে দেশের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম। এবার চা-ঞ্চ-ল্যক-র ভাবে উঠে এলো বলিউডের কিং খানের নাম । মা-দ-ক চ-ক্রে-র সঙ্গে সরাসরি না হলেও পরোক্ষভাবে যুক্ত বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান ।এমনটাই সূত্রের খবর।





শুধুমাত্র যে শাহরুখ খান তার নয় তার পাশাপাশি উঠে এসেছে আরও তিনজন অভিনেতার নাম তারা হলেন রানবির কাপুর অর্জুন রামপাল এবং দিনো মরিয়া । এনসিবি আধিকারিকের দাবি, শাহরুখকে নাকি মা-দ-ক সরবরাহ করতেন অর্জুন রামপাল।
তিনি আরো জানিয়েছেন, বি-টাউনের মা-দ-ক চ-ক্রে এই তিন হর্তাকর্তা বিধাতা নাকি এ, ডি এবং এস নামেই পরিচিত ছিলেন। যাদের মধ্যে অর্জুন রামপাল শাহরুখের কাছে মা-দ-ক পৌঁছে দিতেন।মাদকচক্রের সঙ্গে জড়িত বি-টাউনের অন্যান্য সেলিব্রেটিদের জেরা করে এই তথ্য জানতে পেরেছেন এনসিবি আধিকারিকেরা।





রিয়া চক্রবর্তী কে জে-রা করার পর মাদকের সঙ্গে যুক্ত বি টাউনের বাকি সদস্যদের নাম জানা যায় । তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর সারা আলি খান এবং দীপিকা পাডুকোন। যদি ইতিমধ্যে এনসিবির আধিকারিকরা দীপিকা পাডুকোন এর মোবাইল বাজেয়াপ্ত করেছে তদন্তের স্বার্থে । কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল প্রথম সারির অভিনেতা শাহরুখ খান নামও ।