বর্তমানে মানুষের হাতে মুঠোফোনে ব’ন্দি হয়ে রয়েছে গোটা বিশ্ব। আজ মানুষ চাইলেই যে কোনো বিষয়ে চট করে জেনে ফেলছে। এর জন্য একমাত্র ধন্যবাদ দেওয়া উচিৎ ইন্টারনেটকে। আজ ইন্টারনেটের মাধ্যমেই মানুষ চাইলেই যা কিছু অ’জা’না তা সবই নিজের জানার মধ্যে সামিল করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াকে মানুষ বর্তমানে বেশীরভাগই বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। তবে অনেকেই সোশ্যাল মিডিয়াকে ভিন্ন ভিন্ন কাজে লাগান।
বিশেষ করে সেলিব্রিটি দের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আধিক্য দেখা যায়। অনেক সেলিব্রিটি রাই নিত্য নতুন নানান ভিডিও , ফটো পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সেইসব ফটো, ভিডিও নিমেষে ভা’ইরা’ল হয়ে ওঠে নেটিজেনদের কাছে।এ রকমই একটি উ’ষ্ণ’ঘন ফটো ভা’ইরা’ল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় এ অভিনেত্রী তার স্বামীর সঙ্গে এক রোমান্টিক মুহূর্তের ফটো শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে এই অভিনেত্রী তাঁর স্বামীর সান্নিধ্যে রয়েছেন। কালো পোশাকে দু’জনকেই বেশ অপূর্ব লাগছে। যদিও এই ফটোটি সাদাকালো তবুও উষ্ণ এই ফটোটি দেখে অনেকেই অভিনেত্রীর এবং তার স্বামীর লুকের প্রশংসা করেছেন। জনপ্রিয় এই অভিনেত্রী হলেন ঝুমা বৌদি খ্যাত ‘মোনালিসা’। তাঁর এই ছবিটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে ইতিমধ্যেই 1 লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। অভিনেত্রী মোনালিসা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানান বো-ল্ড অবতারে আবির্ভূত হন।