আজ আমাদের হাতে হাতে রয়েছে উন্নত স্মার্টফোন। বহির্জগতের সাথে আমরা যথেষ্ট পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক জানা অজানা বিষয় চাক্ষুষ করতে পারছি আজ ইন্টারনেটের দৌলতে। যে কোনো বিষয়ে জানতে চাইলে তা চ-ট করে হাজির হচ্ছে আমাদের চোখের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর নানান প্রান্তের নানা মানুষের বিভিন্ন প্রতিভার নিদর্শন গু-লিও প্র-ত্য-ক্ষ করতে পারছি।
এমনিতেই করোনার লকডাউনে এখন সবাই গৃহ-ব-ন্দি থেকে আরো বেশী করে ঝুঁ-কে পড়েছে নেটদু-নি-য়া-য়। বিরাট অবসর সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে বিভিন্ন বিষয়। কেউ রান্না করছেন, কেউ গান করছেন, আবার কেউ সুন্দর নৃত্য পরিবেশন করছেন। অনেককেই শারীরিক কসরৎ দেখাতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।এই করোনার আ-ব-হে-র মধ্যেই আরো বেশী করে নানা মানুষের প্রতিভার নানান দিক আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
প্র-ত্য-ন্ত জায়গা থেকে নানান প্রতিভার উন্মেষ ঘটেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ঠিক এইরকমই একটি প্রতিভার সন্ধান মিললো সোশ্যাল মিডিয়ায়। এক কিশোরীর অসাধারণ নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকৃতির মাঝে ওই কিশোরীর অতি সুদক্ষ নৃত্য নজর কেড়েছে সমস্ত নেটিজেনদের। এক বিখ্যাত বিহু গান ‘মনে করি আসাম যাবো’ গানটিতে বিহু নাচের বেশভূষায় নাচছেন ওই কিশোরী।
এই মনোমুগ্ধকর ভিডিও দেখে অত্যন্ত আপ্লুত হয়েছেন নেটিজেনরা। তাঁর সুন্দর নৃত্য নজর কেড়েছে আপা-মর নেটিজেনদের। সকলেই খুবই আনন্দিত হয়েছেন ওই কিশোরীর এরকম অসাধারণ নৃত্য দেখে। ওই কিশোরীর নৃত্যের উপস্থাপনা এবং সৃজনশীলতার প্রশংসা করছেন সবাই। এমনিতেই বিহু আসামের সবথেকে জনপ্রিয় উৎসব। এই বিহু গানের নাচের আঙ্গিক সারাদেশেই খুবই জনপ্রিয়। বিভিন্ন নৃত্যশিল্পীরা বিহু নাচের আঙ্গিককে একটা আলাদা মর্যাদার চোখে দেখেন।