সেলিব্রিটি দের জীবনযাপন সম্পর্কে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। সংবাদমাধ্যম গুলিও তাই নিরন্তর সেলেব দের খবর সংগ্রহ করতে সচেষ্ট থাকে। সেলিব্রিটিরা যা’ই করুন না কেন তা নিমেষে জায়গা করে নেয় খবরের পাতায়। তাঁদের চলা ফেরা, স্টাইল, কথা বলা সহ নানান বিষয় গুলি প্রচারের লাইমলাইটে চলে আসে। সাধারণ মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হল সেলেবদের সম্পর্কে নিত্য নতুন কিছু জানা।
সেলিব্রিটিদের সমস্ত কিছু রঙিন মুহুর্ত গু-লি সংবাদমাধ্যমের মুখরোচক খবর হয়ে ওঠে। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে। এক বিখ্যাত অভিনেত্রীর অসাধারণ রঙিন মূহুর্ত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।বাঙালি অভিনেত্রীর বেশ কিছু রঙিন ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ওই বাঙালি অভিনেত্রী জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। এই মাতৃত্বকালীন পর্যায়ে বেবি বাম্প নিয়ে ফটোশুট করলেন ওই অভিনেত্রী।
এই ফটোশুট চলাকালীনই বেশ কিছু অসাধারণ মুহূর্তের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। গত 15 ই এপ্রিল ধুমধাম সহকারে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই বাঙালি অভিনেত্রী, কিন্তু করোনা মহা-মা-রী-র এই ভয়া-বহ আবহের মধ্যে ওই পরিকল্পনা তাঁদের বাতিল করতে হয়। 15 ই এপ্রিল অভিনেত্রী ভক্তদের উদ্দেশ্যে জানান তিনি বর্তমানে কুনাল বর্মার বিবাহিত স্ত্রী।
তিনি জানিয়েছিলেন তার সাথে একমাস আগেই কুণালের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়েছে কিন্তু তাঁরা আনুষ্ঠানিক বিয়ে বাতিল করে দিয়েছেন। কুনাল এবং ওই অভিনেত্রী জানান বিয়ের জন্য অনুষ্ঠান করা সমস্ত টাকা তাঁরা করোনা তহবিলে দান করতে চলেছেন। বিখ্যাত ওই বাঙালি অভিনেত্রী হলেন পূজা বন্দোপাধ্যায়।
সম্প্রতি তাঁর এই বেবি বাম্পের ফটোশুটের ঝলক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। করোনা আবহের আগে তিনি ‘মা বৈষ্ণোদেবী’র শুটিং করছিলেন, কিন্তু করোনার প্রকোপ দেখা দেওয়ার পর তিনি শুটিং বাতিল করেন। এবার জানা যাচ্ছে যে তিনি তাঁর এবং তাঁর আগামী সন্তানের সুরক্ষার নিরিখে এই শুটিং বাতিল করেছিলেন।