নিজস্ব সংবাদদাতা: করোনা মহা-মারী-র জন্য অনেক কিছুই থমকে গিয়েছে ২০২০ সালে। সারা বিশ্ব জুড়ে তো বটেই, ভারতেও থমকে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। থমকে যাওয়ার কথা ছিল আই পি এল। কিন্তু, ক্রিকেটপ্রেমী জনগনের জন্য আই পি এল একটি দুর্দান্ত প্যাকেজ। তাই সেটার আনন্দ থেকে বঞ্চিত হননি দর্শকরা। তবে, এবার আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সুদূর সংযুক্ত আরব আমিরশাহীতে।
২০১৪ র পর ফের আরবের দেশে আই পি এল এর আসর বসতে চলেছে। সেবার হয়েছিল আই পি এলের প্রথম পর্বের খেলা। এবার পূর্ণ সূচীর খেলা হবে। ২০১৪র আইপিএল ট্রফি বিজেতা ছিল কোলকাতা নাইট রাইডার্স। এবারেও নাইট রাইডার্স বাহিনীর লক্ষ্য ২০২০ আইপিএল খেতাব।তবে,এই লক্ষ্যে পৌঁছাতে নাইট বাহিনীর স্পেশাল অস্ত্র, আন্দ্রে রাসেল।
২০১৯ এর আই পি এল সংস্করণে মোষ্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন এই বিগহিটার প্লেয়ার। জাতীয় দল ওয়েষ্ট ইন্ডিজের সাথে সাথে আই পি এল এর নাইট রাইডার্সে খেলেও যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেন বোলারদের মনে। শক্তিশালী হিটের মাধ্যমে মাঠের বাইরে বল ফেলতে ওস্তাদ আন্দ্রে রাসেল। সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে জাতীয় দলের পাশাপাশি, গতবারের আইপিএল টুর্নামেন্টেও অনেক পিছিয়ে পরা ম্যাচে জয় এনে দিয়েছিলেন নিজের দলকে।
গতবার কোলকাতা নাইট রাইডার্স প্লেঅফে যেতে না পারলেও, রাসেলের পারফরম্যান্সে কোনরকম খামতি ছিলো না। ৫০ এর ওপর গড় রেখে রান করেছিলেন ৫০০ -র বেশী।স্ট্রাইক রেট ২০০। শুধু তাই নয়, বোলিংএও সিদ্ধহস্ত তিনি। নাইট বাহিনীর সর্বোচ্চ উইকেট শি-কা-র করেছেন গত মরশুমে।
বুধবার কোলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে, কেকেআর-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে যে ভিডিওটি আপলোড করা হয়েছে, তাতে বোলারদের মনে ফের রাসেল আ-ত-ঙ্ক বিরাজ করছে। দলীয় অনুশীলনে বি-ষ্ফো-রক রাসেল বড় বড় শট খেলছেন। এর মধ্যেই,এক শটে ভে-ঙে ফেললেন ক্যামেরার লেন্সের কাঁচ। দেখুন সেই ভিডিওটি-
💥 Oh gosh! That’s SMASHED – wait for the last shot..#MuscleRussell warming up to his devastating best!
@Russell12A #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/0NsOHJ2Pja
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020