রাজ্যজুড়ে বিস্কুট প্যাকেজিংয়ের কাজে চলছে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশজুড়েই যেভাবে দিন প্রতিদিন বেকার সংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে তাতে সাধারণ মানুষের রীতিমতো নাজেহাল অবস্থা। অনেকেই আছেন যারা একটা ভালো বেতনে ভালো জায়গায় কাজের খোঁজে রয়েছেন। আজ আমরা পাঠক বন্ধুদের কাছে সেই সুবিধাই করে দিতে চলেছি। তাই নিয়ে চলে এসেছি বিস্কুটের কোম্পানিতে দারুন কাজের সুযোগ। প্যাকেজিং সহ আরো বেশ কিছু কাজের জন্য শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সম্প্রতি।এই প্রতিবেদনে সেই বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করব।

BISK FARM JOB RECRUITMENT 2023:

১) মোট শূন্যপদের সংখ্যা:

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে মাত্র ৫০টি, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কাজ করতে পারবেন কোনরকম অসুবিধা ছাড়াই।

২) শিক্ষাগত যোগ্যতা:

এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যার মধ্যে রয়েছে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক।

৩) বয়স সীমা:

এই কাজের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪২ বছর।

৪) কাজের সময় এবং বেতন:

এখানে কাজের সময় থাকছে দশ ঘণ্টা। বেতন দেওয়া হবে ১৪,৫০০—২৫,৫০০ টাকা। পাশাপাশি থাকা এবং খাওয়ার সুবিধাও দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।

৫) কাজের ভূমিকা:

1. Packaging

2. Levelling

3. Scanning

4. Sales

5. Marketing

৬) কাজের লোকেশান:

এখানে কাজের লোকেশন থাকছে সাঁকরাইল , ডানকুনি, শ্রীরামপুর, হুগলি, ধূলাগড় এবং সমগ্র কলকাতা।

৭) কিভাবে আবেদন করবেন?

এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রসেস গ্রহণ করতে হবে। যার জন্য আপনারা সরাসরি কোম্পানির দেওয়া ওয়েবসাইটে চলে যেতে পারেন।

Leave a Comment