







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ঠিক কতটা পরিমাণে একটি যানবাহন অর্থাৎ গাড়ির চাহিদা রয়েছে তা আপনাকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই।। তবে মূল্যবৃদ্ধির বাজারে এখন কিন্তু আর মানুষের পক্ষে নতুন গাড়ি কেনা একেবারেই সম্ভব নয়। বিভিন্ন মডেলের নতুন গাড়ির যা দাম তাতে হয়তো অনেকের সংসার খরচ চলে। এদিকে একটা নির্দিষ্ট যানবাহন না হলেও তো উপায় নেই!
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি এমন একটি জায়গার খোঁজ যেখানে একদম জলের দামে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন। মূল্যবৃদ্ধির বাজারে মানুষের কাছে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি হচ্ছে সবথেকে বড় ভরসা। এখান থেকে গাড়ি কিনে আপনারা যেমন নিজেদের ব্যাক্তিগত কাজে লাগাতে পারবেন ঠিক তেমন ভাবেই কিন্তু ব্যবসার কাজও করতে পারবেন।।




সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়। অনেক ক্ষেত্রেই গাড়ি সংক্রান্ত সঠিক তথ্য মালিক দিতে চান না, আবার অনেক ক্ষেত্রেই কাগজপত্র ঠিকঠাক অবস্থায় থাকে না। তবে আজকের এই প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়লে নিশ্চিত বলতে পারি আপনাদের এই দুটো অসুবিধার কোনটাই হবে না।
আজ আমরা এমন একটি দোকানের কথা শেয়ার করে নেব যেখানে খুব কম দামের মধ্যে বিভিন্ন মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পেয়ে যাবেন। মডেল সহ কিছু গাড়ির দাম আমরা নিচে আলোচনা করে দিচ্ছি।
Gen Hundai – 53,000/-
Alto 800- 2Lakh 19k
Maruti Suzuki- 2 Lakh 19k
Suzuki Celerio – 2lakh 39k
Renault kwid – 2lakh 19k




এই গাড়িগুলোর বাজার মূল্য যদি আপনি একটু যাচাই করে নেন তাহলেই বুঝতে পারবেন ঠিক কত কম দামে ফার্স্ট ওনারের এই গাড়িগুলো বিক্রয় করা হচ্ছে। যারা কাগজপত্র সংক্রান্ত কোন ব্যাপারে চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই জাতীয় কোন সমস্যায় কিন্তু এখানে গাড়ি কিনলে হবে না। শুধুমাত্র যে আপনি এই মডেলের গাড়ি পাবেন সেটাই নয়, নানান ধরনের মডেল কম থেকে শুরু করে বেশি আপনারা কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবেন। ব্যক্তিগত ব্যবহার হোক কিংবা ব্যবসার কাজ সমস্ত প্রয়োজন এই গাড়ি কিন্তু পূরণ করে দেবে।
এবার আসুন এই সেকেন্ডহ্যান্ড মার্কেটের ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য আলোচনা করে নেওয়া যাক।
Raju automobiles
Address – kulgachia, pirtala baganan, howrah.
Contact: 8927370656/8436753550.











