বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা পরিচিত হচ্ছি নিত্য নতুন অনেক বিষয়ের সাথে। অনেক অজানা ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। বর্তমান যুগে একঘেয়ে জীবনে অবসর যাপনের অন্যতম মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে থাকেন। নিত্য নতুন কতই না অজানা প্রতিভা বিকশিত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
অনেকেই এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছে তাঁদের সুপ্ত প্রতিভাকে সকলের সামনে মেলে ধরার জন্য। কাউকে দেখা যায় গান করতে, কাউকে নাচ আবার কেউ কেউ সুমধুর কন্ঠে আবৃত্তি শুনিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকে নানান কসরৎ দেখিয়ে অভিভূত করে দেন নেটিজেনদের। সেইসব ভিডিও বা ফটো গুলো মূহুর্তের মধ্যে নেটিজেনদের মনের মণিকোঠায় জায়গা করে নেয়। এবার ঠিক এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক শিশু কন্যার অসাধারন নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানটির সাথে অসাধারণ ভঙ্গিমায় নেচে নেটিজেনদের মন জয় করল এক ছোট্ট শিশু কন্যা। বাড়ির ছাদে ওই শিশুকন্যার এমন অসাধারণ নাচ দেখে অনেকেই মন্তব্য করেছেন, “ঠিক যেন একটি পুতুল নাচছে।”
সকলেই ওই শিশু কন্যার এমন প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে এই চমৎকার ভিডিওটি। এত অল্প বয়সেই নাচের এমন নি-খুঁ-ত স্টেপ দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা। সকলেই ওই শিশু কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।
এক খুদের অসাধারণ দুর্দান্ত নাচ. pic.twitter.com/p78h51bSsh
— Bright Bengal (@bengal_bright) August 24, 2020