নিজস্ব সংবাদদাতা: স্যোশাল মিডিয়ার দৌলত পৃথিবী আজ হাতের মুঠোয় সেলফোনে বন্দি। নিরন্তর পাওয়া যাচ্ছে ছোট- বড় সব রকমের খবর। প্রতিদিনের ডেইলি- ডোজ হিসেবে ইন্টারনেটের ভাইরাল খবরের জুড়ি মেলা ভার। স্যোশাল মিডিয়ার পোষ্ট- ট্যুইট- ব্লগের ভিড়ের মাঝে এমনই এক খবর নজর কাড়ল নেটিজেনদের। বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়ে রয়েছে ইন্টারনেট জগতে।
নাভাল কান্ত সিনহা নামে এক ব্যক্তি ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। ঐ ভিডিওতে দেখা যায়, দুই বছরের একটি শিশু একটি মালবহনকারী ট্রেনের ইঞ্জিনের নীচে আটকে রয়েছে। খবর অনুযায়ী ঐ ভিডিওটি হরিয়ানার বল্লভগড়ের। পরে লোকো পাইলটের তৎপরতায় উদ্ধার করা হয় ঐ শিশুটিকে।
ভিডিওটি শেয়ার করার সময় উল্লেখ করে দেওয়া খবর অনুযায়ী, ঐ শিশুটির সঙ্গে আরেকটি বয়সে বড় শিশু তার সঙ্গে রেললাইনে এসেছিল। অন্যজন দুষ্টুমি করে ঐ ছোট শিশুটিকে রেললাইনে রেখে যায়। ঠিক সেই মুহুর্তেই বল্লভগড় ষ্টেশন থেকে বেড়িয়ে আসে একটি মালবাহী ট্রেন।
সৌভাগ্যবশত, ষ্টেশন থেকে বেড়িয়ে আসার সময় স্বাভাবিকের চাইতে খুব কম গতিতেই ট্রেনটি চলছিল। লোকো পাইলট বাচ্চাটিকে দেখতে পেলে যথাসম্ভব কম সময়ে ট্রেন থামানোর চেষ্টা করে। তবে, দ্রুততার সঙ্গে কাজটি করলেও বাচ্চাটি ট্রেনের ইঞ্জিনের নীচেই চলে আসে।
পরে বাচ্চাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই রূদ্ধশ্বাস ঘটনার সাক্ষী ভিডিওটি প্রচুর শেয়ার-লাইকের পর বর্তমানে ভাইরাল হয়ে রয়েছে স্যোশাল মিডিয়ায়।
ये वीडियो देखकर ही रोंगटे खड़े हो गए। वायरल वीडियो आगरा-वल्लभगढ़ रुट का बताया जा रहा है। कुछ लोगों ने शरारत में छोटे से बच्चे को रेलवे ट्रैक पर लाकर खड़ा कर दिया। लेकिन ट्रेन पायलट की सूझबूझ से बचा हादसा… बच्चा इंजन में फंस गया था…#viralvideo@Uppolice please check… pic.twitter.com/lKrkg2xfnu
— Naval Kant Sinha | नवल कान्त सिन्हा (@navalkant) September 23, 2020