







নিজস্ব প্রতিবেদন: আপনি কি স্নাতক পাস করে বসে রয়েছেন একটি কাজের খোঁজে? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। লকডাউন চলাকালীন বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন আবার অনেকেই কিন্তু পড়াশোনা শেষ করার পরেও নতুন কোন কাজ পাননি।
এই অবস্থায় দাঁড়িয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এল একটি বড়সড়ো সুযোগ। সম্প্রতি SBI এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাজের জন্য। সেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে কোনো স্তরে স্নাতক পাশদের জন্য ‘জুনিয়র অ্যাসোসিয়েট’ (Junior Associate)পদে প্রায় কয়েক হাজার প্রার্থী নিতে চলেছে এই রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সংক্রান্ত সমস্ত কাজ।




কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। ভারতের যেকোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তাতে কোন সমস্যা নেই।




কিভাবে আবেদন করবেন?
যদি আপনারা এই পদের জন্য আবেদন করতে চান সে ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করবেন। আবেদন করার পর আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, নিজের পড়াশোনার যাবতীয় শংসাপত্র, জাতি ভিত্তিক শংসাপত্র প্রভৃতি এখানে জমা করতে হবে। আবেদন করার জন্য আপনাদের কিন্তু ফি দিতে হবে। যদি আপনি সাধারন এবং ওবিসি প্রার্থী তালিকায় হয়ে থাকেন সেক্ষেত্রে ৬০০ টাকা, অন্যান্য সম্প্রদায়ভুক্ত হয়ে থাকলে মাত্র ১০০ টাকা দিতে হবে।
আবেদন করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হবে।প্রাথমিকভাবে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাকা হবে। তারপরে যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। ইন্টারভিউ এর পাস করে গেলেই কিন্তু আপনাদের চাকরি নিশ্চিত। ব্যাস আর কখনোই করতে হবে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা অথবা উপার্জন নিয়ে কোন রকমের ভাবনা। তাহলে আর দেরি কেন? সময় থাকতে থাকতেই এই সুবর্ণ সুযোগকে করে নিন নিজের হাতের মুঠোয়।











