আজ আমাদের হাতে হাতে রয়েছে উন্নত স্মার্টফোন। বহির্জগতের সাথে আমরা যথেষ্ট পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক জানা অজানা বিষয় চাক্ষুষ করতে পারছি আজ ইন্টারনেটের দৌলতে। যে কোনো বিষয়ে জানতে চাইলে তা চট করে হাজির হচ্ছে আমাদের চোখের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর নানান প্রান্তের নানা মানুষের বিভিন্ন প্রতিভার নিদর্শন গু-লিও প্র-ত্য-ক্ষ করতে পারছি।
এমনিতেই করোনার লকডাউনে এখন সবাই গৃহব-ন্দি থেকে আরো বেশী করে ঝুঁ-কে পড়েছে নেটদুনিয়ায়। বিরাট অবসর সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে বিভিন্ন বিষয়। কেউ রান্না করছেন, কেউ গান করছেন, আবার কেউ সুন্দর নৃত্য পরিবেশন করছেন। অনেককেই শারীরিক কসরৎ দেখাতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।এই করোনার আব-হের মধ্যেই আরো বেশী করে নানা মানুষের প্রতিভার নানান দিক আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
প্রত্যন্ত জায়গা থেকে নানান প্রতিভার উন্মেষ ঘটেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ঠিক এইরকমই একটি প্রতিভার সন্ধান মিললো সোশ্যাল মিডিয়ায়। বয়স কখনো প্রতিভা বিচ্ছুরণ এর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না এ কথাই প্রমাণ করলেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধ মহিলা নিজের প্রতিভা প্রস্ফুটিত করেছেন তাঁর রীতিমতো অভ্যাস এর দ্বারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই বৃদ্ধ মহিলার বেহালা বাজানোর একটি ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে একমনে সুনিপুণভাবে বেহালায় সুরের মূর্ছনা তুলেছেন ওই বৃদ্ধ মহিলা। বয়স তাঁকে থামাতে পারেনি। বয়সে শেষ প্রান্তে পৌঁছেও তার এই প্রতিভার ছটা দেখে অনেকেই তাঁকে নিজের আদর্শ স্বরূপ মানতে পারেন। এই বয়সেও বেহালাতে এমন অসাধারণ সুরের মূর্ছনায় তিনি নেটিজেনদের মনে গভীর প্রভাব ফেলেছেন। ভিডিওটি দুরন্ত গতিতে ভা’ইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই ঐ বৃদ্ধার একাগ্রতা এবং দক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন।
https://www.facebook.com/thebetterindia/videos/1476600009207486/